আলতাদীঘি ফাজিল মাদরাসা

আলতাদীঘি ফাজিল (স্নাতক) মাদরাসা
ফিল্ডের নাম
সংক্ষিপ্ত বিবরণ
নাম
আলতাদীঘি ফাজিল (স্নাতক) মাদরাসা, কোড নম্বর (বোর্ড): ১৩৮৬৬ EIIN No: 119777 এমপিও কোড নম্বর: ৭৬০৯০৬২৩০২, উপবৃত্তি কোড: দাখিল- ১১১৩৪৪৫ আলিম- ৫১০৮৮০৪, লোকেশন কোড: ৫০০ আলতাদীঘি ফাজিল (স্নাতক) মাদরাসা, ডাকঘর: আলতাদীঘিহাট, ইউনিয়ন: কুসুম্বী,
সংক্ষিপ্ত বর্ণনা
উপজেলা: শেরপুর, জেলা: বগুড়া, বিভাগ: রাজশাহী। মৌজা: চণ্ডেশ্বর, দাগ নম্বর: ১৭৭, খতিয়ান নম্বর: ০২।
প্রতিষ্ঠাকাল
১৯৬৫ সালে আলতাদীঘি ফাজিল (স্নাতক) মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। আলতাদীঘি ফাজিল (স্নাতক) মাদরাসাটি ১৯৬৫ সালে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি প্রতিষ্ঠার লক্ষ্যে মোঃ মোসলেম উদ্দিন ১ একর জমি ভবন নির্মাণ এবং মাঠ হিসেবে ব্যবহারের জন্য দান করেন। এছাড়া মোঃ আয়েন উদ্দীন সরদার, আহম্মদ আলী, নাগর আলী, জশমুতুল্যা আকন্দ, ইসমাইল আকন্দ, নজরুল | ইসলাম, আলতাফ আলী, বহরম উল্লা, আব্দুল মালেক, রহিম উদ্দিন, অহির উদ্দিন, খইমন বেওয়া, আতিমন বেওয়া, আয়েজ উদ্দিন, আতিমন বিবি, মকবুল হোসেন, জনাব আলী, আবেতন, আয়মুদ্দিন, আঃ জুব্বার ও মো. আব্দুল হামিদ জমি দান করেন। মাদরাসাটি প্রতিষ্ঠার পর হতে অনেক প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে বর্তমানে ফাজিল মাদরাসা হিসেবে সুনামের সহিত পরিচালিত হচ্ছে। ০১/০১/১৯৭৬ সালে প্রথম স্বীকৃতি পায় এবং ০১/০১/১৯৮০ সালে মাদরাসাটি দাখিল হিসেবে এমপিওভুক্ত হয়। আলিম | স্বীকৃতি লাভ করে ০১/০৭/১৯৮৫ সালে এবং এমপিওভুক্ত হয় ০১/০৬/১৯৮৮ সালে। ফাজিল হিসেবে স্বীকৃতি লাভ করে ০১/০৭/১৯৯৫ সালে এবং এমপিওভুক্ত হয় ০১/০২/১৯৯৬ সালে। মাদরাসাটি অত্র এলাকায় ধর্মীয় শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রাখছে।
ইতিহাস